Wikipedia

Search results

দেশ পরিচিতি


কারেন্ট ওয়ার্ল্ড বিডি:
১) কমোরোসের রাষ্ট্রীয় নাম কি?
উঃ ইউনিয়ন অব দ্যা কমোরোস।
২) দেশটির আয়তন কত?
উঃ ২,২৩৫ বর্গ কিঃ মিঃ।
৩) দেশটির জনসংখ্যা কত?
উঃ ৭,৮০,৯৭১ জন।
৪)দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনটি?
উঃ মুসলিম।
৫) দেশটির মাথাপিছু আয় কত?
উঃ ১৫০০ মা. ডলার।
৬) দেশটি কবে স্বধীনতা ঘোষনা করে?
উঃ ৬ জুলাই ১৯৭৫।
৭) দেশটির প্রেসিডেন্টের নাম কি?
উঃ ইকেলিও ডোইন (২৬ মে ২০১১- বর্তমান)
৮) দেশটির সরকার প্রধানের নাম কি?
উঃ ইকেলিও ডোইন।
৯)দেশটির পার্লামেন্টের নাম কি?
উঃ অ্যাসেম্বলি অব দ্যা ইউনিয়ন।
১০) দেশটি কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উঃ ফ্যান্স।
১১) দেশটির স্বধীনতা দীবস কবে?
উঃ ৬ জুলাই।
১২) দেশটির ভাষার নাম কি?
উঃ আরবি, ফ্রেঞ্চ।
১৩) দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ১.৭৭%।
১৪) দেশটির মুদ্রার নাম কি?
উঃ কসোরিয়ান ফ্রাস্ক।
১৫) দেশটির সাক্ষরতার হার কত?
উঃ ৭৭.৮%।
১৬) দেশটির সরকার পদ্ধতির নাম কি?
উঃ রিপাবলিক।
১৭) দেশটির রাজধানীর নাম কি?
উঃ মোরোনি।
১৮) দেশটির কয়টি প্রশাসনিক ডিভিশন রয়েছে?
উঃ ৩টি আইল্যান্ড একং ৪টি মিউনিসিপালিটিস।
১৯) প্রধাান কয়টি দ্বীপ নিয়ে কামারোস দ্বীপরাষ্ট্র গঠিত ও কি কি?
উঃ ৩টি- গ্রান্ড কোমোরে, আনজুয়ান ও মোহেলি।
২০) কমোরোসের কোন ক্ষুদ্র দ্বীপে বিছিন্নতাবাদ আন্দোলন চলছে?
উঃ নাজোয়ানি দ্বীপে।
২১) কমোরোসের সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি?
উঃ মাউন্ট কার থালা।
২২) দেশটির মানুষের গড় আয়ু কত?
৬১.৫৭ বছর।

No comments

Powered by Blogger.