Wikipedia

Search results

পাঁচ মিশালী

**************পাঁচ মিশালী ****************



কাজী নজরুলকে কি নামে ডাকা হতো ?
উঃ দুখু মিয়া ।
কলকাতায় মাষ্টারদা সূর্যসেন কে নিয়ে নির্মিত চলচিত্রের নাম কি?
উ : চিটাগাং ।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ : প্যারিসে ।
বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোন দেশে?
উ : আর্জেনটিনায় ।
ইউরোপের লৌহমানবী নামে পরিচিত কে?
উ : মার্গারেট থ্যাচার ।
পৃথিবীর কোন দেশে মোবাইল শহর আছে?
উ : অস্ট্রেলিয়ায় (শহরটির নাম লেক উড)
বিশ্বের কোন শহরকে সাংস্কৃতির শহর বলা হয়?
উ : প্যারিস শহর কে।
বইসাইকেলের শহর বলা হয় কোন শহরকে?
উ : কাপেনহেগেন, ডেনমার্ক। এখানে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা আছে ।
সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উ : নয়াদিল্লি,ভারত।
একজন মানুষের দেহের হাড় সংখ্যা কতটি?
উ : ২০৬ টি।
বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবি প্রাণী নাম কি?
উ : নীল তিমি।
বাংলা কবিতার ছন্দ কত প্রকার?
উ : তিন প্রকার।
সিমেন্ট তৈরির কাঁচামাল কি?
উ : জিপসাম।
সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
ইন্টারনেট চালু হয় কত সালে?
উ : ১৯৬৯ সালে।
বাংলাদেশে জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল কত বছর?
উ : ১৫ বছর।

*****************************************************************
----------- সাধারণ জ্ঞান ----------------------------
. সুয়েজ খাল খনন সম্পন্ন হয় কখন এবং কত সালে মিশর এটি জাতীয়করণ করে? উত্তরঃ ১৮৬৯ এবং ১৯৫৬
. জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উত্তরঃ ট্রিগভেলি
. বর্গী নামে কারা পরিচিত? উত্তরঃ ভারতের মারাঠারা
. ইথিওপিয়ার আগের নাম কি? উত্তরঃ আবিসিনিয়া
. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? উত্তরঃ ফ্রান্সের
. নেশন অব ইসলাম পার্টির নেতা কে? উত্তরঃ লুই ফারাহ খান
. প্রিন্সেস ডায়ানাকে নিয়ে রচিত বইয়ের নাম কি? উত্তরঃ রয়্যাল বিউটি
. বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কি? উত্তরঃ টাইমস অব ইন্ডিয়া (ভারত)
. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি? উত্তরঃ মনাকশা
১০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস
১১. এক ডিগ্রী দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? উত্তরঃ মিনিট
১২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উত্তরঃ ১৯১১ সালে
১৩. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? উত্তরঃ বেনাপোল, (দ্বিতীয় হিলি)।
১৪. প্রথম মুসলমান চলচ্চিত্রকারের নাম কি? উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম
১৫. ব্রহ্মপুত্র নদের উপৎপত্তি হয় কখন? উত্তরঃ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে
১৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি সমাপ্তি ঘটেছে- ? উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের হালদা সঙ্খ বা সাঙ্গু নদীর
১৭. শেক্সপিয়রের জনমস্থান কোথায়? উত্তরঃ ইংল্যান্ডের স্ট্যানফোর্ড অন অ্যাভেন
১৮. পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি? উত্তরঃ ইরান, আজারবাইজন সংলগ্ন কাস্পিয়ান সাগর
১৯. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়? উত্তরঃ ব্যাবিলনে
২০. ইনাএবং ইরনাহচ্ছে- ? উত্তরঃ ইরাক এবং ইরানের সংবাদ সংস্থা
২১. বাংলাদেশের একমাত্র জলপ্রপাত- ? উত্তরঃ মাধবকুন্ড জলপ্রপাত
২২. দেহের প্রতিরক্ষা আত্মরক্ষায় সহায়তা করে- ? উত্তরঃ লিউকোসাইট
২৩. বাংলাদেশের সমুদ্রসীমা কত? উত্তরঃ ৭১২ কি.মি.
২৪. সুন্দরবনের আয়তন কত? উত্তরঃ 6017 বর্গকিলোমিটার
২৫. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন? উত্তরঃ . কুদরত--খুদা শিক্ষা কমিশন
২৬. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ওআইসি এর সদস্য? উত্তরঃ আফ্রিকার উগান্ডা
২৭. বাংলাদেশ .আই.সি এর সদস্য হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে
২৮. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? উত্তরঃ নিউজিল্যান্ড
২৯. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়? উত্তরঃ ১৯৮০ সালে
৩০. জাতিসংঘের সবশেষ দেশ কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান
৩১. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত? উত্তরঃ নিউইয়র্ক
৩২. অরিজিন অফ স্পিসিসবইটির রচয়িতা কে? উত্তরঃ ডারউইন
৩৩. জীব বিজ্ঞানের জনককে? উত্তরঃ অ্যারিস্টটল
********************************************************************


No comments

Powered by Blogger.